ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতে ভালো খেললেও দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা।


পুরো সিরিজে টানা ব্যর্থতার কারণে একাদশে থাকলেও ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার। তার পরিবর্তে নাঈমের সঙ্গে জুটি বাঁধেন মেহেদী।


এদিন ভালো সূচনা এনে দেয় বাংলাদেশের নতুন ওপেনিং জুটি। এ জুটিতে স্কোরবোর্ডে জমা হয় ৪২ রান। সিরিজে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। টার্নারের বলে ১২ বলে ১৩ রান করে মেহেদী আউট হলে ভাঙে এ জুটি।


এরপর স্কোরবোর্ডে আর ১৩ রান জমা হতেই ফিরে যান আরেক ওপেনার নাঈম। নাঈমকে হারানর ধাক্কা সামলে নেওয়ার আগেই ফিরে যান সাকবি। ৬০ রানের মধ্যেই ৩ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সৌম্যকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরও ২৪ রান যোগ করেন তিনি। তবে ১৪ বলে ১৯ রান করে তিনিও সাজঘরে ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেটে ৯১ রান। সৌম্যের সঙ্গে ক্রিজে আছেন নুরুল হাসান সোহান।


এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ নিয়ে সিরিজে চতুর্থবারের মতো আগে ব্যাট করবে বাংলাদেশ।


সিরিজের প্রথম চার ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে এনেছে দুই পরিবর্তন। তরুণ শামীম হোসেনের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন। অন্যদিকে শরীফুল ইসলামের বদলে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন।


পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার একাদশেও। অ্যান্ড্রু টাই ও জশ হেইজলউডকে বসিয়ে নামানো হয়েছে নেইথান এলিস এবং অ্যাডাম জ্যাম্পাকে। ম্যাচে চার স্পিনার নিয়ে খেলছে অজিরা।


এর আগে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় অজিরা। ফলে দুই দেশই এ ম্যাচ জিতে জয় দিয়ে সিরিজ শেষ করতে চাইবে।


বাংলাদেশ একাদশ


মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ


অস্ট্রেলিয়া একাদশ


ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মোয়েজেস এনরিকেস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাস্টন এইগার, মিচেল সোয়েপসন, নেইথান এলিস, অ্যাডাম জ্যাম্পা।

ads

Our Facebook Page